অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নোয়াখালীতে উপজেলা নির্বাচনে সংঘর্ষঃ এমপি পুত্রসহ ৭২জনের বিরুদ্ধে মামলা

0
এমপি পুত্র সাবাব চৌধুরী।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ২০-২৫ জনকে আসামী করে আদালতে পিটিশন মামলা হয়েছে। এ ঘটনায় এমপির দুই ভাইক ও আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) নোয়াখালী ৪ নম্বর আমলি আদালতে মামলাটি করেন কবিরহাটের পূর্ব ফতেহজঙ্গপুর গ্রামের মো.আবুল বাসার। আদালত বাদীর আরজি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কবিরহাট থানার অফিসার ইনচার্জকে (ওসি)  নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ দেলাওয়ার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বাদী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ নিয়া কবিরহাট উত্তর বাজারে পৌঁছালে ১নং আসামী সাবাব চৌধুরীর নেতৃত্বে পূর্ব হইতে ওঁৎপেতে থাকা ২০-২৫ জন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বোমা বিস্ফোরন ঘটায়। এ ঘটনায় বাজারে অবস্থিত সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে প্রায় ৭০জন লোক আহত হয়।