অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি টাকা আত্মসাত : ৫ জনের বিরুদ্ধে মামলা

0
.

ঋণ জালিয়াতির মাধ্যমে অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলো -মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শ্রীপদ চাকমা, সাবেক সিনিয়র অফিসার রমিজ উদ্দিন ও সাবেক উপ-মহা ব্যবস্থাপক বেলায়েত হোসেন।

বুধবার (৩ এপ্রিল) ডবলমুরিং থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নেয়ামুল আহসান।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ‘অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।