অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে তৃতীয় দিনে রেল পথ ও সড়ক অবরোধ করেছে পাটকল শ্রমিকরা

0
.

তৃতীয় দিনের ন্যায় রেল পথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের পাটকল শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে নগরীর বায়েজিদ এলাকার আমিন জুট মিল এলাকায় সড়ক পথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটের রেল লাইন অবরোধ করে আন্দোলনরত শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শতাধিক শ্রমিক।

জানা যায়, আজ সকাল ৮টার পরপরই অক্সিজেন-মুরাদপুর সড়কে আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটের রেল লাইন অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আতাউর রহমান খন্দকার জানান, পাটকল শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।