অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবার বিমানে ইয়াবা পাচারের চেষ্টাঃ শাহ আমানতে ৪ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে মাসকাটে যাওয়ার সময় এক বিমান যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা।  এসময় মো. শাহেদ (৩৫) ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব ইয়াবার চালান ধরা পড়ে। ধৃত শাহেদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. মোস্তফার ছেলে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. এনামুল ইসলাম, নিরাপত্তা অপারেটর মেট্রাে তালুকদার অভিযান পরিচালনা করেন।  তারা সাংবাদিকর জানান, সন্ধ্যায় আন্তর্জাতিক বহির্গমনে প্রথম চেকিংয়ে স্কেনিং মেশিনে যাত্রী শাহেদ দুটি ব্যাগে এই ইয়াবা ধরা পড়ে। ৩৯০০ টি ইয়াবার মধ্যে প্রথম ব্যাগ থেকে ২৮৫০ এবং অপর ব্যাগ থেকে ১০৫০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তারা আরো জানান, ‘ট্রলি ব্যাগের হাতলে যে পাইপ থাকে, তার ভেতরে করে ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জে প্রবেশের সময় স্ক্যানারে ইয়াবাগুলো ধরা পড়ে। পরে নিরাপত্তা কর্মীরা শাহেদকে আটক করে।’

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক গাজী খায়রুল কবির জানান, আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।