অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলি ইপিজেডে শ্রমিক-পুলিশ সংর্ঘষে ১৬ জন আহত

0
14163548_1802018883367343_1599678158_o
শ্রমিকরা বেপজা অফিস ঘেরাও করলে পুলিশ তাদের কাঁদনো গ্যাস এবং ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
পতেঙ্গা ইপিজেড প্রতিনিধি।
চট্টগ্রামে কর্ণফুলি ইপিজেডে একটি প্রতিষ্ঠানে বকেয়া বেতনের দাবীতে বেপজা অফিস ঘেরাওকালে শ্রমিকদের সাথে পুলিশের সংর্ঘষ হয়েছে। এতে ১০ পুলিশসহ অন্তত ১৫/১৬ জন শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘেরাও কালে লিজেন্ড টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের সাথে এ সংর্ঘষ হয়েছে বলে পুলিশ ও শ্রমিকরা জানায়।
পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়েছে। এতে বেশ কয়েকজন নারী শ্রমিকসহ ১৬ জন আহত হয়।
ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার এসআই কফিল উদ্দিন সংর্ঘষের বিষয়টি স্বীকার করেছেন।
14139442_1802018926700672_1503333502_o
আন্দোলনরত শ্রমিকরা সন্ধ্যা পর্যন্ত বেপজা কার্যালয় ঘেরাও করে রাখে।

আন্দোলনকারী লিজেন্ড টেক্সটাইলের কারখানার শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় আন্দোলনে নামে শ্রমিকরা।

কারখানাটি গত কয়েকমাস যাবত শ্রমিকদের বেতন পরিশোধ না করে আসলে কর্ণফুলীর বেপজা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের আশ্বাস দেয়।
কারখানাটিতে শ্রমিক দিদার জানায়, গত ৩ মাসের বেতন আটকে রাখা হয় আমাদের। আজ বেপজা আমাদের পাওনা বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। আমরা আমাদের পাওনা বেতন আদায়ের দাবি জানানোর জন্য বেপজা অফিস ঘেরাও করি। এসময় পুলিশ আমাদেরকে জোরপূর্বক সরানোর চেষ্টা করলে তাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।
এসময় তারা আমাদের উপর চড়াও হয়ে গুলি চালায়।
ইপিডেড থানার ওসি আবুল কালাম জানান, সংঘর্ষের সময় শ্রমিকদের নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ছুঁড়লে বিক্ষুব্দ শ্রমিকরা পাল্টা ইট ও পাথরের টুকরো নিক্ষেপ করে, এতে করে পুলিশ ও অানসার সদস্য সহ প্রায় ১৫ জন আহত হয়। ঘন্টাখানেক তীব্র সংঘর্ষের পর পরি স্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।
এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যপক পুলিশ মোতায়েন করা হয়।