অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে সিডিএ’র উচ্ছেদ অভিযান শুরু

0
.

চট্টগ্রাম মহানগরীর বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণ ও ত্রুটিপূর্ণ বহুতল ভবনের সন্ধান অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ রবিবার (৭ এপ্রিল) নগরীর কোতোয়ালী থানার তামাকুমণ্ডি লেনে এ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।

.

এসময় চলাচলের রাস্তা দখল করে করা অসংখ্য দোকানের বর্ধিত অংশ অপসারণ করে চলচলের রাস্তা উদ্ধারের পাশাপাশি প্রতিটি দোকানে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা তা যাচাই করেন সিডিএ কর্মকর্তারা। পাশাপাশি নকশা অনুযায়ী মার্কেটের ভেতর প্রসস্ত সিঁড়ি আছে কিনা তাও খতিয়ে দেখেন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা।

উচ্ছেদ অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এরা আগে নকশা বহির্ভূত অংশগুলো অপসারণের জন্য এর আগে নোটিশ দিয়েছিলাম। তারা নিজেরা ভাঙ্গেনি তাই আজ আমরা উচ্ছেদে নামলাম।

.

অভিযানের বিষয়ে তামাকুমন্ডি লেন ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম বলেন, নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে সিডিএ অভিযান পরিচালনা করেছে। আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। আজ তারা উচ্ছেদ করেছেন পাশাপাশি কিছু ব্যাপারে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে গেছেন। অভিযানের ব্যাপারে আমরা (ব্যবসায়ী) সন্তুষ্ট।