অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুল্ক সুবিধায় আমদানীকৃত বিপুল পরিমাণ কাপড় ভর্তি কাভার্ড ভ্যান জব্দঃ গ্রেফতার ২

0
.

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার বিশেষ অভিযান চালিয়ে চোরাই গার্মেন্টস কাপড়সহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে।  উদ্ধার করা হয়েছে ৩৩১টি কাপড়ের রোল।  এসময় চোর চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বন্দর থানাধীন মুনসুর মার্কেটস্থ আবুল হাসেম প্রকাশ ফকির উদ্দিনের মালিকানাধীন জননী ষ্টোর নামক কুলিং কর্ণারের সামনে রাস্তার উপর হতে ১টি কাভার্ড ভ্যান ৩৩১টি কাপড়ের রোলসহ ২ আসামী গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইসমাইল (২৯) ও মোঃ আঃ হাকিম (৩৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গেছে গতকাল রাতে শুল্ক সুবিধা নিয়া আমদানীকৃত গার্মেন্টস পণ্য (কাপড়ের রোল) চোরাইভাবে খোলা বাজারে বিক্রয় করার সময় সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ অভিযান চালায়।

এসময় রাস্তার দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যান থেকে ৩৩১টি কাপড়ের রোলসহ ২ আসামী গ্রেফতার করা হয়।

স্থানীয় সুত্রে জানাগেছে এসব চোরাই মাল ইপিজেড এলাকার চোরাকারবারী ভাঙ্গারী দোকানী আনোয়ার সিন্ডিকেটের মাল। সে ইপিজেডে চোরাইপণ্য ক্রেতা।  ইতোমধ্যে এই আনোয়ার একবার গ্রেফতার হয়েছিল।