অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্যাংকের ৩০ লক্ষ টাকা আত্মসাত মামলায় ব্যবসায়ী ইলিয়াছ শ্যোন এরেস্ট

0
.

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা ইলিয়াছ আহমেদ নামে এক ব্যবসায়ীকে রূপালী ব্যাংকের ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শ্যোন এরেস্ট এর নির্দেশ দিয়েছে একটি আদালত।

আজ সোমবার (৮ এপ্লিল) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী-০৩ এর বিচারক শফি উদ্দিন এই নির্দেশ দেন।

ব্যাংকের পক্ষে মামলা প্রচালনাকারী সিনিয়র এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামী ইলিয়াছ আহমেদ ডবলমুরিং থানাধীন সিদ্দিক আহমেদ কন্ট্রাকটরের পুত্র।  তিনি এবং ‘মেসার্স ওসমান এন্ড ব্রাদার্স’ নামে প্রতিষ্ঠানের মালিক মোঃ ওসমান গনি প্রতারণার মাধ্যমে রূপালী ব্যাংক লিঃ নগরীর ও.আর.নিজাম রোড কর্পোরেট শাখায় ভূয়া বন্ধক দিয়ে ৩০ লাখ টাকার ঋণ নিয়ে আত্মসাত করেন।

এনিয়ে গত ২০ ফেব্রুয়ারী রুপালী ব্যাংক লিঃ এর পক্ষে সিনিয়র অফিসার মোহাম্মদ নুর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।  মামলা দুই নম্বর আসামী ইলিয়াছ আহমেদ ১০ লক্ষ টাকা চেক প্রতারণার অভিযোগে পরিচালিত দায়রা মামলা নং ২৪৮৭/১৬, সি আর ১১৮৫/২০১৬ (কোতোয়ালী) মামলায় গ্রেফতার হয়ে হাজতে রয়েছেন। আজ তাকে ব্যাংকের  ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় শ্যোন এরেস্ট এর নির্দেশ দেন আদালত।