অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৬ পিস স্বর্ণেরবার সহ গ্রেফতার ১

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬ পিস (১১কেজি) স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এসময় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত দিদারুল আলম নামে মাস্কাট থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।  তার কাড়ী চট্টগ্রামের রাউজান উপজেলায়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এফজেড-৫৮৯ বিমানের ফ্লাইটের যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিমান বন্দর নিরাপত্তা কর্মীরা বারগুলো উদ্ধার করা করে। পরে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার (ভারপ্রাপ্ত) কাজী খায়রুল কবির বলেন, সকাল ১০ টা ২৮ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের যাত্রীদের নিয়মিত তল্লাশির সময় স্ক্যানে সোনার বারগুলো ধরা পড়ে।  জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি টাবা বলে জানাগেছে।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ১২ কোটি টাকা মূল্যের ৩শ পিস স্বর্ণের চালান আটক হয়। এঘটনায় জড়িত বিমানের দুই কর্মচারীকে আটক করা হয়।