অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুমিল্লা ইপিজেডের আগুনে ২৫০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

0
.

কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলে ভয়াবহ আগুনে কারখানাটির প্রায় ৯৫ ভাগ পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় আড়াইশ’ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্র জানায়, কারখানাটিতে ১২শ’ শ্রমিক কর্মরত ছিলেন। এই অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক আহত হননি।

সোমবার রাত সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে সেটি পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সারা রাত কাজের পর মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মঙ্গলবার দুপুরের দিকে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি ওই স্পিনিং মিলে প্রচুর পরিমাণ সুতা ও তুলা থাকায় আগুন কম সময়েই পুরো কারাখানায় ছড়িয়ে পড়ে। আগুন সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। কারখানার মালামালের ভেতর জ্বলতে থাকা আগুন নেভাতে দুপুর পর্যন্ত সময় লাগে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কিংবা মালিকপক্ষ।  সুত্রঃ ইউএনবি

*কুমিল্লা ইপিজেডে সুতা কারখানায় ভয়াবহ আগুন