অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোকমান হত্যার আসামী কৃষ্ণ ধর ৩ দিনের রিমাণ্ডে

0
.

প্রেমের বিরোধকে কেন্দ্র করে নগরীর বাকলিয়া থানার খাল পাড় এলাকায় যুবলীগ নেতা লোকমান হোসেন জনি হত্যায় গ্রেফতারকৃত আসামী কৃষ্ণ ধরকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিন্ট্রেট আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।  কৃষ্ণ ধর এ হত্যা মামলার দুই নং আসামী।

এর আগে এর আগে গতকাল মঙ্গলবার একই হত্যাকান্ডে গ্রেফতার আসামি জিয়া উদ্দিন বাবলুকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

উল্লেখ, শনিবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার খালপাড় এলাকাতেই গুলিতে নিহত হন ৩৫ বছর বয়সী স্থানীয় যুবলীগ নেতা লোকমান হোসেন জনি। , যিনি নগরীর বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। ওই ঘটনার পর পুলিশ জানায়, স্কুলপড়ুয়া এক কিশোরীর সাথে ‘প্রেম করা নিয়ে’ দুই কিশোরের দ্বন্দ্বে এলাকার ‘বড়রা’ জড়িয়ে পড়লে খুনোখুনির ঘটনা ঘটে।

ওই হত্যাকাণ্ডের পর নিহত লোকমানের মা রোকেয়া বেগম বাকলিয়া থানায় সাইফুলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করে।

পরদিন অভিযান চালিয়ে হত্যা মামলায় জড়িত কৃষ্ণ ধর (২৫)কে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে জেলার ফটিকছড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামী সাইফুল ও জিয়া উদ্দিন বাবলুকে গ্রেফতার করে।  ওই রাতেই পুলিশের সাথে কথিত বন্দকযুদ্ধে সাইফুল নিহত হয়।