অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জামিনে সোহেলের খুনীরা ভীত-সন্ত্রস্ত নিহতের পরিবার

0
.

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে গণপিটুনীতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার প্রধান আসামীরা জামিনে বের হয়ে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছে সোহেলের পরিবার।

আজ বুধবার (১০এপ্রিল) বেলায় ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত সোহেলর পরিবার এ অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে নিহত মহিউদ্দিন সোহেলের ছোট ভাই  মো. শাকিরুল ইসলাম শিশির বলেন, আমার ভাই হত্যার ইতোমধ্যে ৩ মাস অতিবাহিত হয়েছে। এই ৩ মাসে আইন-শৃঙ্খলা বাহিনী এজাহারভুক্ত ১৯ জন আসামীকে গ্রেফতার করেছেন। পুলিশ দ্রুত সময়ে আসামী গ্রেফতারে করেছে কিন্তু আমরা অবাক বিস্ময়ে আক্ষেপের সাথে লক্ষ্য করলাম মূল আসামী তথা ১নং আসামীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসি ও ওসির কাছে আবেদন থাকবে- মামলাটি দ্রুত বিচার আইনে আনা হোক।

তিনি আরো বলেন, ‘হাইকোর্ট ৪ জন আসামীকে ইতোমধ্যে নির্দিষ্ট সময়ের জামিন দিয়েছেন। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম ভিডিও ফুটেজ এবং আসামীদের জবানবন্দি থাকার পরও মূল আসামীরা জামিনে বেরিয়ে আসছেন। সমস্ত প্রমাণাদী আমরা ইতোমধ্যে হাইকোর্টের গোচরে আনার চেষ্টা করছি। আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট আমাদের আবেদন বিবেচনায় রাখবেন।

মহিউদ্দিন সোহেলের পিতা-মাতা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের আর কোন চাওয়া-পাওয়া নেই। আমরা শুধু ন্যায় বিচার চাই। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

১নং আসামী এবং ২নং আসামীসহ একের পর এক আসামী জামিনে মুক্ত হয়ে খোলা আকাশে মুক্ত বায়ু সেবন করবে আর আমরা বিষাক্ত জীবন-যাপন করবো এ কেমন কথা! উল্লেখ করে শিশির বলেন, ‘ভাই হারালাম আমরা, স্বজন গেছে আমাদের, সব হারিয়েছি আমরা। তারপরও একের পর এক আসামীর জামিনে আমরা ভীত সন্ত্রস্থ। আমরা শঙ্কিত। জামিন প্রাপ্তরা এবং তাদের সাঙ্গ পাঙ্গরা ইতোমধ্যেই নানাভাবে আমাকে এবং আমাদের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেলের পিতা আবদুল বারিক, মাতা ফিরোজা বেগম, স্ত্রী নিগার সুলতানা, বড় ছেলে ফাইয়াজ তাজওয়ার মাসরিফ, ছোট ছেলে মাহাথির, বোন রাজিয়া সুলতানা, ভগ্নিপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. সাজ্জাত হোসেন, নির্মূল কমিটি জেলা নেতা শাহাদাত নবী খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত বরণ বিশ্বাস, দীপু বড়–য়া প্রমুখ।