অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণ দাবী শিক্ষক সমিতির

0
Khagrachari Picture(01) 31-08-2016
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসানের অপসারণ দাবীতে খাগড়াছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলন।

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসানের অপসারণ দাবীতে খাগড়াছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলন করেছে।

আজ বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আযোজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ এ দাবী জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো: রেজাউল করিম, এটি এম নেছার উল্লাহ, আতিক উল্লাহ ও মো: বেলাল হোসেন।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসান দূর্নীতির আশ্রয় নিয়ে নিন্মমাণের ওএমআর ব্যবহার করার কারণে ২০১৬ সালের ১২ মে প্রকাশিত এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণের পরবর্তিকে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে দ্বিতীয় দফা সংশোধনী ফলফলে ১৪ হাজার ১৫৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন ও নতুন করে ৮৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

গত ১৮ আগষ্ট প্রকাশিত এইচ এস সি পরীক্ষার ফলাফলেও বিপর্যয় ঘটেছে বলে এ অঞ্চলের সুশিল সমাজ বিশ^াস করে।