অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের ছলিমপুরে সড়কের বেহাল দশাঃ গ্রামবাসীর ভোগান্তি

0
.

জেলার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিউয়নের ফকিরহাট পোস্ট অফিস গলি সড়কের বেহাল দশায় চলাচলে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকার প্রায় ২০ হাজার মানুষ।

দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন এ রাস্তাটি সামান্য বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়কের বেশির ভাগ অংশ নষ্ট হওয়ায় চলাচলে প্রতিনিয়ত ছোট, বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।

সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা যায়, প্রায় ১২০০ ফুট লম্বা সড়কের প্রথম অংশের ৩০০ ফুট সড়ক প্রায় এক যুগ যাবৎ মেরামত না হওয়ায় ছোট, বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির শেষ প্রান্তে টোল রোড, সাগরপাড়, পর্যটন স্পট হওয়ার ফলে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি এ সড়কে প্রতিনিয়ত যাতায়াত করছে হাজার হাজার দশনার্থী। বর্তমানে সড়কটির অধিকাংশ স্থানে খানাখন্দকের সৃষ্টি হওয়ায় ভোগান্তি নিয়ে চলাচল করছেন পথচারীরা।

সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জানান, ‘বিগত বছরের বর্ষায় পিচ ঢালাই উঠে পুরো সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আমরা ইতোমধ্যে নাজুক এ সড়কের সংষ্কার কাজের বরাদ্দের জন্য লিখিত আবেদন করেছি। আগামী এক মাসের মধ্যে রাস্তাটির সংস্কার কাজের বরাদ্দ আসবে বলে আমি আশাবাদী।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর বলেন, ‘উপলোর ৬০৪ কিলোমিটার সড়কের মধ্যে এলজিআরডির বেশকিছু সড়ক সংস্কারের প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। খুব সহসাই প্রক্রিয়াধীন থাকা ফকির হাট পোস্ট গলির সড়কের সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।’ সুত্রঃ যায়যায়দিন