অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পূবালী ব্যাংকের ৩৪ লাখ আত্মসাতের মামলায় দুই কর্মকর্তা কারাগারে

0
.

চট্টগ্রামে পূবালী ব্যাংকের ৩৪লাখ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ব্যাংকটির নগরীর চকবাজার শাখার দুই কর্মকর্তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই কর্মকর্তা হলেন- অফিসার ইকরামুল রিজভি ও এনামুল কবির চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে পিপি আবদুল হান্নান বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেছি। শুনানি শেষে আদালত দুই আসামির জামিন নামঞ্জুর করেন।

তিনি আরো বলেন, দুই আসামির পক্ষে পৃথক দুটি মিস মামলা দায়ের করা হয়।  আজ দুটি মিস মামলার পৃথক শুনানি শেষে আালত পৃথক এ আদেশ দেন।

উল্লেখ্য, এ বছর জানুয়ারি মাসে এক গ্রাহক ৩৪ লাখ টাকা উত্তোলনের জন্য ৪টি চেক জমা দেন। এরপর গ্রাহকের হিসাবে টাকা না থাকা সত্ত্বেও তাকে ৩৪ লাখ টাকা প্রদান করেন। এ ঘটনায় দুদুক ব্যাংক কর্মকর্তাসহ গ্রাহকের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

*পূবালী ব্যাংক চকবাজার শাখার ম্যানেজারসহ ৩ জন গ্রেফতার