অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ০১ জানুয়ারী

0
.
  • শুভ ইংরেজি নববর্ষ
  • ৪০৪ সালের এই দিনে রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
  • ৬৩০ সালের এই দিনে হযরত মুহাম্মদ (সা:) ‌এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
  • ৯৯০ সালের এই দিনে কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।
  • ১৩৯৯ সালের এই দিনে তৈমুর লঙ দিল্লি দখল করে নিজেকে ভারতের সম্রাট ঘোষণা করেন।
  • ১৪৩৮ সালের এই দিনে হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্টিত হন।
  • ১৬০০ সালের এই দিনে স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
  • ১৬৫১ সালের এই দিনে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
  • ১৬৭৩ সালের এই দিনে নিউ ইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
  • ১৭৮২ সালের এই দিনে জার্মান সুরস্রষ্টা ইয়োহান ক্রিস্টিয়ান বাখের মৃত্যু।
  • ১৭৮৮ সালের এই দিনে টাইমস অব লন্ডনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
  • ১৭৮৯ সালের এই দিনে কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
  • ১৮০৪ সালের এই দিনে ল্যাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮০৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে দাস আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
  • ১৮০৯ সালের এই দিনে কলকাতার “ব্যাংক অফ ক্যালকাটা”র নাম পরিবর্তন করে “বেঙ্গল ব্যাঙ্ক” রাখা হয়।
  • ১৮১৮ সালের এই দিনে লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দোজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
  • ১৮২৪ সালের এই দিনে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৪৪ সালের এই দিনে ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
  • ১৮৪৬ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা কৃষ্ণনগরে “কৃষ্ণনগর সরকারি কলেজ” প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৪৬ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা বারাসতে “বারাসত সরকারি বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৪ সালের এই দিনে নৃতত্ত্ববিদ স্যার জেমস ফ্রেজার জন্মগ্রহণ করেন।
  • ১৮৬৩ সালের এই দিনে ফকল্যান্ডের ওপর ব্রিটেনের সার্বভৌমত্ব ঘোষণা।
  • ১৮৬৩ সালের এই দিনে আমেরিকায় প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ক্রীতদাস প্রথার বিলুপ্তি ঘোষণা।
  • ১৮৬৯ সালের এই দিনে ভারত দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
  • ১৮৭১ সালের এই দিনে মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
  • ১৮৭৪ সালের এই দিনে কলকাতা কর্পোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালে এই বাজারের নাম হয় “স্যার স্টুয়ার্ট হগ মার্কেট”।
  • ১৮৭৬ সালের এই দিনে তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
  • ১৮৭৭ সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়।
  • ১৮৭৯ সালের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক ই এম ফস্টার জন্মগ্রহণ করেন।
  • ১৮৮০ সালের এই দিনে ভারতবর্ষে প্রথম ডাকঘরে মানি অর্ডার প্রথা চালু হয়।
  • ১৮৮০ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর “সি.আই.এ” উপাধি লাভ করেন।
  • ১৮৮৬ সালের এই দিনে এক ঘোষণা বলে ব্রহ্মদেশকে (মিয়ানমার) ইংরেজ শাসনে আনা হয়।
  • ১৮৯০ সালের এই দিনে আফ্রিকার দেশ ইরিত্রিয়াকে ইতালির উপনিবেশ হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৮৯০ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী উপাচার্য নিযুক্ত হন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
  • ১৮৯০ সালের এই দিনে ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক প্রেমাঙ্কুর আতর্থী জন্মগ্রহন করেন।
  • ১৮৯৪ সালের এই দিনে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৪ সালের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টজ মৃত্যুবরণ করেন।
  • ১৯০৩ সালের এই দিনে পল্লী কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন।
  • ১৯১০ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাস জন্মগ্রহণ করেন।
  • ১৯১৪ সালের এই দিনে সাহিত্যিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ জন্মগ্রহণ করেন।
  • ১৯১৫ সালের এই দিনে ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে “নাইট” উপাধিতে ভূষিত করে।
  • ১৯১৫ সালের এই দিনে ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) “নাইট” উপাধিতে ভূষিত করে।
  • ১৯১৯ সালের এই দিনে নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর (রশীদ আহমেদ) জন্ম।
  • ১৯২১ সালের এই দিনে বাঙালি সাহিত্য সমালোচক সুরেশচন্দ্র সমাজপতি মৃত্যুবরণ করেন।
  • ১৯২৩ সালের এই দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
  • ১৯৩০ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন জন্মগ্রহন করেন।
  • ১৯৪২ সালের এই দিনে জাতিসংঘ বিষয়ক ঘোষণা দেয়া হয়।
  • ১৯৪৬ সালের এই দিনে প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রিভেলিনো জন্মগ্রহন করেন।
  • ১৯৫৭ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল জন্মগ্রহন করেন।
  • ১৯৫৮ সালের এই দিনে প্রথম ইউরোপীয় কমিটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৫ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) গঠন।
  • ১৯৭৫ সালের এই দিনে হলদিয়ার “হলদিয়া তৈল সংশোধনাগার” থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
  • ১৯৭৮ সালের এই দিনে ভারতের মুম্বাই বিমান বন্দর থেকে একটি বোয়িং-সেভেন জিরো সেভেন উড্ডয়নের ৪ মিনিট পরে সাগরে পতিত হলে ২১৩ জন যাত্রীর সবাই নিহত হন।
  • ১৯৮৭ সালের এই দিনে চীনে অধিকতর গণতন্ত্রের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু।
  • ১৯৯৩ সালের এই দিনে বাংলাদেশের পঞ্চম বিভাগ হিসেবে বরিশাল বিভাগের উদ্বোধন করা হয়।
  • ১৯৯৫ সালের এই দিনে নোবেল বিজয়ী হাঙ্গেরিয়ান চিকিৎসক ওয়োগেন মৃত্যুবরণ করেন।
  • ২০০৮ সালের এই দিনে ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র চন্দ্র মৃত্যুবরণ করেন।