অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তিন উপজেলায় অগ্নিকান্ডে ৭ লক্ষ টাকার ক্ষতি

0
.

চট্টগ্রামের আনোয়ার,পটিয়া ও রাউজান উপজেলায় অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর কান্তিরহাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুন লেগে গুরা মিয়া নামে এক ব্যক্তির বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে একই সময়ে রাউজান উপজেলার গহিরা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি মুরগীর ফার্মে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

অন্যদিকে পটিয়া উপজেলার দক্ষিণ খৈগ্রামে জিরি এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি কাচা বসত ঘর। রাত ২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নির্বপান করে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারন জানা যায়নি।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন এসব অগ্নিকান্ডের খবর নিশ্চিত করেছেন।