অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৫ এপ্রিল লালদীঘিতে ঐতিহাসিক জব্বারের বলি খেলা

0
ফাইল ছবি।

আগামী ২৫ এপ্রিল লালদীঘিতে ঐতিহাসিক জব্বারের বলি খেলা আসর বসছে। জব্বারের বলি খেলার ১১০ তম আয়োজনের প্রস্তুতি কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, তপন চক্রবর্তী, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চসিক কাউন্সিলর ইসমাইল বালি, হাজী নুরুল হক, সলিমুল্লাহ বাচ্চু, আনজুমান আরা বেগম, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, এসএম জাফর, নিয়াজ মোহাম্মদ খান, মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, আকতার আনোয়ার চঞ্চল, কামরুজ্জামান রনি প্রমুখ।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিট্রিশ বিরোধী আন্দোলনে যুবক সমাজকে ঐক্যবদ্ধ করতে এ প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এ প্রতিযোগিতা জব্বারের বলীখেলা নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর ১২ বৈশাখ নগরের লালদীঘি মাঠে এই বলীখেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় ‘বলী’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুস্তি’ বলীখেলা নামে পরিচিতি।

এ মেলাকে ঘিরে প্রতি বছরই তিন দিনের মেলা বসে। ওই মেলায় নিত্য প্রয়োজনীয় রকমারী পণ্যের পসরা নিয়ে আসে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী। তিন থেকে চার কি.মি এলাকা জুড়ে বসে এ মেলা। যাতে হাজার হাজার ক্রেতার সমাগত ঘটে।