অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাবনায় তিন পুলিশকে হত্যায় দায়ে আটজনের যাবজ্জীবন

0
.

পাবনার বেড়ায় চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলায় আট চরমপন্থীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন তিনজন।

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ২০ জুলাই রাতে পাবনার বেড়া উপজেলার ঢালাচর তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্যরা। নিহত পুলিশ সদস্যরা হলেন ঢালাচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী এবং কনস্টেবল শফিকুল ইসলাম।

এ ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান মামলার চার আসামি। বাকি ১১ আসামির মধ্যে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এন্তাজুল হক বাবু জানান, দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ছয়জন আটক থাকলেও দুইজন এখনো পলাতক রয়েছেন।