অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে চট্টগ্রাম সমিতির উদ্যোগে পুঁথি পাঠের আসর অনুষ্ঠিত

1
.

শতবর্ষের ঐতিহ্যমণ্ডিত চট্টগ্রাম সমিতি-ঢাকা প্রথমবারের মতো আয়োজন করেছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজসংস্কৃতি পুঁথি পাঠের এক বর্ণাঢ্য আসর। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম সমিতির ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে পুঁথি পাঠের আসরের শুভ উদ্বোধন করেন। পুঁথির ঐতিহাসিক প্রেক্ষাপট ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী সদস্য আহমদ মমতাজ।

সমিতির সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফা কামাল চৌধুরী শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সহসভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক গিয়াস উদ্দীন খান শুভেচ্ছা বক্তব্য ও সাধারণ সম্পাদক আবদুল মাবুদ ধন্যবাদ জ্ঞাপন করেন। এই আসরের মূল আকর্ষণ চট্টগ্রামের বিশিষ্ট পুথিপাঠক শেখ নজরুল ইসলাম মাহমুদ।

১ টি মন্তব্য
  1. ZXGyrW6CRNZ বলেছেন

    391334 114085What others have stated and in some uncommon cases, suicide may occur. 840785