অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ২৫ ফেব্রুয়ারি

0
.
  • আজ পিলখানা সেনা হত্যা দিবস।
  • ১৫৮৬সালের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
  • ১৬৪৩ সালের এই দিনে তুরস্কের সুলতান দ্বিতীয় আহমেদের জন্ম ।
  • ১৭১৩ সালের এই দিনে প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিকের মৃত্যু ।
  • ১৭৫৩ সালের এই দিনে বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিস্কার করেন।
  • ১৭৭৪ সালের এই দিনে ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
  • ১৭৭৮সালের এই দিনে আর্জেন্টিনা, চিলি ও পেরুর মুক্তি আন্দোলনের পুরোধা জোসে দ্য সান মার্টি জন্মগ্রহণ করেন।
  • ১৮৪৭ সালের এই দিনে স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয় ।
  • ১৮৬২সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
  • ১৮৬৬সালের এই দিনে ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।
  • ১৮৯৯ সালের এই দিনে রয়টার সংবাদ সংস্থার জনক পল জুলিয়াসের মৃত্যু।
  • ১৯০৮ সালের এই দিনে হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয় ।
  • ১৯২৬ সালের এই দিনে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন ।
  • ১৯৩৩ সালের এই দিনে জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।
  • ১৯৩৮ সালের এই দিনে লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন ।
  • ১৯৪৫ সালের এই দিনে মার্কিন বিমান টোকিও আক্রমণ করে ।
  • ১৯৫৪ সালের এই দিনে সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।
  • ১৯৫৬ সালের এই দিনে ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা ইন্তেকাল করেন।
  • ১৯৫৭সালের এই দিনে কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।
  • ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্বীকৃতি দান।
  • ১৯৭৭ সালের এই দিনে কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান লাভ।
  • ১৯৮১ সালের এই দিনে দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড় পার্ক জি-সুং জন্মগ্রহন করেন ।
  • ১৯৮৩সালের এই দিনে নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৬ সালের এই দিনে ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন কোরাজন অ্যাকুইনো।
  • ১৯৮৬ সালের এই দিনে ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।
  • ১৯৯১ সালের এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।
  • ১৯৯১ সালের এই দিনে ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
  • ১৯৯৩ সালের এই দিনে ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী ইন্তেকাল করেন।
  • ১৯৯৪ সালের এই দিনে অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।
  • ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।