অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় এক ব্যক্তির ১০ মাসের কারাদন্ড

0

চেক প্রতারণা মামলায় আদালত মোঃ আকরাম হোসেন প্রঃ বাবুল (৩৮) নামে এক ব্যাক্তিকে ১০ মাসের কারাদন্ড ও ৭লক্ষ টাকা জরিমানার রায় দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ৩য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছা: বিলকিছ আক্তার এই রায় দেন।

বাদী পক্ষে আইনজীবি এ.এম জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে প্রকাশ- রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানাধীন বেতছড়ি গ্রামের মৃত জামাল এর পুত্র মোঃ আকরাম হোসেন প্রঃ বাবুল   পুর্ব পরিচয়সূত্রে তার ব্যবসায়িক প্রয়োজনে মোহাম্মদ ইসমাইল হোসেন এর নিকট থেকে ১০ লক্ষ টাকা হাওলাত গ্রহণ করেন।

উক্ত পাওনা পরিশোধের জন্য দন্ডিত আসামীর পরিচালনাধীন প্রতিষ্ঠান “কিট কাট ডিজাইন” নামে প্রতিষ্ঠানের হিসাবের বিপরীতে উক্ত টাকার ৭ লক্ষ টাকার চেক প্রদান করেন।

কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়ে ফেরত আসে।

এর প্রেক্ষিতে বিরুদ্ধে গত বছরের ৭ জানুয়ারী এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য ৩য় যুগ্ম মহানগর দায়রা জজ এর আদালতে বদলি হয়।

আদালত এন.আইএ্যাক্ট এর ১৩৮ ধারার অপরাধে আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জ গঠনের পর বাদীর সাক্ষীর জেরা জবানবন্দি গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলায় আসামীর বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে ১০মাসের কারাদন্ড এবং চেকের সমপরিমাণ ৭ লক্ষ টাকা অর্থদন্ডের রায় দেন।

উল্লেখ্য, আসামী মামলা চলাবস্থায় জামিনে গিয়ে পলাতক থাকায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন কিংবা পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পর থেকে সাজার মেয়াদ কাল গণনা আরম্ভ হবে।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট দেওয়ান ফিরোজ আহমদ, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট বদরুল হাসান প্রমুখ। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট তুহিন গাঙ্গুলী।