অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ২১ এপ্রিল

0
.
  • ৮২৯ খ্রিস্টাব্দের এই দিনে খৃষ্টাব্দের এদিনে এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
  • ১০৭৩ খ্রিস্টাব্দের এই দিনে পোপ আলেক্জান্ডারের মৃত্যু হয়।
  • ১৫২৬ খ্রিস্টাব্দের এই দিনে মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল শাসনের সুচনা করেন।
  • ১৮২৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের বিখ্যাত শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক হিপোলালিটি টেইনি ভোজিয়ার্সে জন্মগ্রহণ করেন।
  • ১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী পার্স ব্রিজম্যানের জন্ম।
  • ১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী সুইস রসায়নবিদ পল কারেরের জন্ম।
  • ১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে শিল্প তত্ত্ববিশারদ প্রসন্নকুমার আচার্যর জন্ম।
  • ১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে মার্ক টোয়েনের মৃত্যু হয়।
  • ১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে ১৭ ব্রুটন ষ্ট্রীট, লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথ জন্মগ্রহন করেন।
  • ১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা উর্দু কবি ও দার্শনিক স্যার মুহম্মদ ইকবালের ইন্তেকাল।
  • ১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের নারীরা ভোট অধিকার অর্জন করে।
  • ১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথম পোলারাইজড ক্যামেরা বানিজ্যক ভাবে বিক্রি শুরু হয়।
  • ১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডন ও রোমের মধ্যে বিমান চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট বিমান চলাচল শুরু হয়।
  • ১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু
  • ১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।
  • ১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে নাসা থেকে প্রেরিত এ্যাপোলো ১৬ এর নভোচারী জন ওয়াটস ইয়াং চন্দ্রপৃষ্ঠে অবতরন করেন।
  • ১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তান কমনওয়েলথের সদস্যপদ ত্যাগ করে।
  • ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের ফারাক্কা ব্যারেজ চালু
  • ১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত
  • ১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠন
  • ১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ মোদাব্বেরের ইন্তেকাল।