অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ২৫ এপ্রিল

0
.
  • ১৪৫২ সালের এই দিনে ইতালীয় চিত্রশিল্পী ও স্থপতি লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম।
  • ১৭৪৪সালের এই দিনে সেন্টিগ্রেড থার্মোমিটারের সুইডিশ উদ্ভাবক সেলসিয়াসের মৃত্যু।
  • ১৭৯২সালের এই দিনে প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।
  • ১৮০০সালের এই দিনে ইংরেজ কবি কাউপারের মৃত্যু।
  • ১৮৫৯সালের এই দিনে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
  • ১৮৯৮সালের এই দিনে নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিয়েসনতি আলেসান্দ্রর জন্ম।
  • ১৯০০সালের এই দিনে নোবেলজয়ী (১৯৪৫) অস্ট্রিয় পদার্থবিদ ভোলফগ্যাং পাউলির জন্ম।
  • ১৯০১সালের এই দিনে যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।
  • ১৯৪০সালের এই দিনে প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমানের ইন্তেকাল ।
  • ১৯৬৬সালের এই দিনে ভয়ানক এক ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়।
  • ১৯৭১সালের এই দিনে ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লক্ষ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।
  • ১৯৭৫সালের এই দিনে ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ১৯৮২সালের এই দিনে ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।
  • ১৯৮৯সালের এই দিনে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতার পদত্যাগ।