অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুবদলকে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে

0
.

স্বৈরাচারী, ক্ষমতালিপ্সু নিশীত রাতে পুলিশের ভোটে নির্বাচিত সরকার কর্তৃক নির্বাসিত গণতন্ত্রকে পুনঃরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে দেশব্যাপী যুবদলকে আরো ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রিয় নেতারা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২ মে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ সিলভার স্পুন হোটেলে  চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এ আহবান জানায়।

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বান্দরবান জেলা যুবদল সভাপতি মোঃ হারুনর রশীদ সাধারণ সম্পাদক শিমুল দাস, খাগড়াছড়ি যুবদল সভাপতি মোঃ মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, রাঙ্গামাটি জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম ও কক্সবাজার জেলা যুবদল সভাপতি সৈয়দ আহম্মদ উজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউল্লাহ আবু বক্তব্য রাখেন। সভায় স্ব স্ব জেলার নেতৃবৃন্দ নিজ নিজ জেলার বর্তমান সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন এবং তৃনমুল পর্যায়ে কিভাবে সংগঠনকে গতিশীল করা যায় তার উপর বক্তব্য রাখেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

সভায় জেলা সমূহের প্রথম সহ-সভাপতি, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক বৃন্দ উপস্থিত ছিলেন।