অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বাতাসের গতি বেড়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি

0
সন্ধ্যায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছে আইন শৃঙখলা বাহিনী

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামে। হঠাৎ করে বাতাসের গতি বেড়ে যাওয়ায় পতেঙ্গা সমুদ্র বন্দর এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সড়িয়ে নিচ্ছে প্রশাসন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পুলিশ ও সেচ্ছাসেবীরা সদস্যরা উপকূলীয় এলাকায় অবস্থান করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে।

পতেঙ্গা বীচ থেকে দর্শনার্থীদের সরিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে ঘুর্ণিঝড় প্রস্তুতি দেখতে আজ শুক্রবার (৩ মে) সন্ধ্যায় পতেঙ্গা উপকূল সরেজমিন পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।  এসময় তিনি ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আগেই  জানমাল রক্ষার্থে উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহবান জানান।

লোকজনকে নিরাপদে সরে যাওয়ার আহবান জানিয়ে এ সময় তিনি নিজেই মাইকিং করেন।

.

পরিদর্শন কালে মেয়রের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, রেড ক্রিসেন্টের সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, কাউন্সিলর ছালেহ আহমদ, নোমান আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র জানান, নগরবাসীকে সহায়তা দিতে কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা পেতে কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে (৬৩০৭৩৯, ৬৩৩৪৬৯) যোগাযোগের অনুরোধ জানান তিনি।