অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ১৯ আগস্ট

0
.
  • ১৬৩১সালের এই দিনে ইংরেজ কবি জন ড্রাইডেনের জন্ম।
  • ১৭৫৭ সালের এই দিনে কলকাতার পুরোনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।
  • ১৮৭১সালের এই দিনে বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইটের জন্ম।
  • ১৯১৬ সালের এই দিনে রুমানিয়া মিত্রশক্তিদের সাথে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা (Bukovina), ত্রান্সিলভানিয়া (Transylvania) এবং বানাত (Banat) দেয়ার কথা বলা হয়।
  • ১৯৩৫সালের এই দিনে সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হানের জন্ম।
  • ১৯৩৬ সালের এই দিনে স্পেনীয় কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকার মৃত্যু।
  • ১৯৩৯সালের এই দিনে কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ১৯৪০ সালের এই দিনে সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।
  • ১৯৪৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি উইলিয়াম জেফারসন ক্লিনটন জন্মগ্রহন করেন।
  • ১৯৬৯ সালের এই দিনে মার্কিন অভিনেত ম্যাথু পেরি জন্মগ্রহন করেন ।
  • ১৯৯১ সালের এই দিনে গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্ব শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।
  • ১৯৯৩সালের এই দিনে খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার উৎপল দত্তের মৃত্যু।