অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে বাহাদুর ডাকাত নিহত

0
.

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে র‌্যাবের সাথে জলদস্যূদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় বাহাদুর ডাকাত (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে বলে র‌্যাব দাবী করেছে।

আজ (৫ এপ্রিল) রবিবার সোয়া ভোর ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়ার পুঁইছড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটেছে বলে জানায় র‌্যাব-৭ এর মিডিয়া সেল।

এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৭ এর এএসপি মাসকুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, গোপন খবরের ভিক্তিতে রাতে র‌্যাবের একটি দল বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় গেলে জলদস্যূদের দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

জানমাল রক্ষার্থের র‌্যাব পাল্টা গুলি চালায়।  এক পর্যায়ে জলদস্যূ ঠিকতে না পেরে পিছু হঠে পালিয়ে যায়।  পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ ও ২ টি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে।

পরবর্তীতে স্থানীয় লোকজন নিহত ব্যাক্তিকে স্থানীয় কুখ্যাত বাহাদুর ডাকাত হিসেবে চিহ্নিত করে।

উল্লেখ্য তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতি সহ সাতটির বেশী মামলা রয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা দাবী করেন।