অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ৫ সেপ্টেম্বর

0

  • ১১৬৫ সালের এই দিনে জাপানের সম্রাট নিযো মৃত্যুবরণ করেন।
  • ১১৮৭ সালের এই দিনে ফ্রান্সের রাজা অষ্টম লুইস জন্মগ্রহন করেন।
  • ১৫৬৬ সালের এই দিনে তুর্কী সুলতান সোলাইমান আজম ইন্তেকাল করেন ।
  • ১৬১২ সালের এই দিনে চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়।
  • ১৬৬৬ সালের এই দিনে লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রানহানি ঘটে।
  • ১৭৩৫সালের এই দিনে জার্মান সঙ্গীতস্রষ্টা ইয়োহান ক্রিস্টিয়ান বাখের জন্ম।
  • ১৭৬৩ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
  • ১৭৭৪ সালের এই দিনে জার্মান চিত্রকর ডেভিড ফ্রেডরিখের জন্ম।
  • ১৭৮৬ সালের এই দিনে ইংরেজ ব্যবসায়ী পর্যটক জন হ্যানয় মৃত্যুবরণ করেন।
  • ১৮৫৭ সালের এই দিনে ফরাসি সমাজবিজ্ঞানী অগুস্ত কোঁতের মৃত্যু।
  • ১৮৮৫সালের এই দিনে ভারতের রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম।
  • ১৮৮৭ সালের এই দিনে চীনের বৃহত্তম হোয়াং হো নদীর ব্যাপক জলোচ্ছাস শুরু হয় ।
  • ১৯০৫ সালের এই দিনে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ।
  • ১৯০৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা তার নিরপেক্ষতা ঘোষণা করে।
  • ১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার নিরপেক্ষতা ঘোষণা করে।
  • ১৯৫৯সালের এই দিনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েকে নিহত হন।
  • ১৯৬০ সালের এই দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
  • ১৯৭১সালের এই দিনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।
  • ১৯৭২ সালের এই দিনে আরব ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপ জার্মানিতে অনুষ্ঠেয় অলিম্পিক ক্রীড়া স্থলে ১১ জন ইজারায়েলিকে হত্যা করে।
  • ১৯৭৪সালের এই দিনে লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীমের ইন্তেকাল।
  • ১৯৭৯ সালের এই দিনে ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী আয়ান আলি খানের জন্ম।
  • ১৯৯৩ সালের এই দিনে পশ্চিম আফ্রিকার দেশ মরোক্কর কাসাব্লাঙ্কা শহরে বিশ্বের অন্যতম একটি বৃহৎ মসজিদ উদ্বোধন করা হয় ।
  • ১৯৯৫সালের এই দিনে গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর মৃত্যু।
  • ১৯৯৭ সালের এই দিনে শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় মিশনারি মাদার তেরেসার মৃত্যু।
  • ২০০০ সালের এই দিনে টাভালু জাতিসংঘে যোগ দেয়।