অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ৯ অক্টোবর

0

  • ১২৫৩ সালের এই দিনে ফ্রান্সের রাজা দশম চার্লস জন্মগ্রহন করেন।
  • ১৪৪৬ সালের এই দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।
  • ১৫১৪ সালের এই দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।
  • ১৭০৮ সালের এই দিনে রাশিয়া ও সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়।
  • ১৭৭৯ সালের এই দিনে তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।
  • ১৮৫২ সালের এই দিনে নোবেলজয়ী [১৯০২] জৈবরসায়নবিদ এমিল ফিশার জন্মগ্রহন করেন।
  • ১৮৫৩ সালের এই দিনে অক্টোবর বিশিষ্ট ফরাসী চিকিৎসক ও গবেষক এমিল রো জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৪ সালের এই দিনে বিশ্ব ডাক ব্যবস্থা চালু হয়।
  • ১৮৭৯ সালের এই দিনে জার্মান পদার্থবিদ মাক্স ফন লাউয়ে জন্মগ্রহন করেন।
  • ১৮৯২ সালের এই দিনে যুগোস্লাভিয়ার নোবেলজয়ী [১৯৬১] কথাসাহিত্যিক ইভো আন্দ্রিক জন্মগ্রহন করেন।
  • ১৮৯৯ সালের এই দিনে লন্ডনে প্রথম পেট্রোলচালিত মোরটরযান চলাচল শুরু হয়।
  • ১৯১১সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।
  • ১৯১১ সালের এই দিনে দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়।
  • ১৯২৭ সালের এই দিনে আইরিশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার ফ্রান্সিস ও’ফেরেল জন্মগ্রহন করেন।
  • ১৯৩৯ সালের এই দিনে খ্যাতনামা অস্ট্রেলীয় সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা জন পিলজার জন্মগ্রহন করেন।
  • ১৯৪০ সালের এই দিনে ইংরেজ গায়ক, দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেনন জন্মগ্রহন করেন।
  • ১৯৪০সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।
  • ১৯৪৩ সালের এই দিনে নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান মৃত্যুবরণ করেন।
  • ১৯৪৫ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সংগীতজ্ঞ আমজাদ আলি খান জন্মগ্রহন করেন।
  • ১৯৫৯ সালের এই দিনে কিউবার বিপ্লব সফল হওয়ার পর চে গুয়েভারা ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও একই ধরনের বিপ্লব ঘটানোর পরিকল্পনা করেন। তিনি বলিভিয়ায় যান এবং সেখানে একটি গেরিলা গোষ্ঠি গঠনের মাধ্যমে তৎকালীন মার্কিন পদলেহী সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। কিন্তু ১৯৬৭ সালের আজকের দিনে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র সহযোগিতায় বলিভিয়ার সেনাবাহিনী চে গুয়েভারাকে তার কয়েকজন সঙ্গীসহ একটি গুপ্ত স্থান থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার অবস্থায় তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় ।
  • ১৯৬২ সালের এই দিনে প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড় হোর্হে বুরুচাগা জন্মগ্রহন করেন।
  • ১৯৬২ সালের এই দিনে আফ্রিকার দেশ উগান্ডা বৃটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৭ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার বিখ্যাত বিপ্লবী নেতা আর্নেস্টো চে গুয়েভারাকে তার কয়েকজন অনুসারীসহ বলিভিয়ায় হত্যা করা হয়।
  • ১৯৬৭ সালের এই দিনে বিখ্যাত ফরাসী ইতিহাসবিদ ও জীবন কাহিনী লেখক আন্দ্রেঁ মউরোইস মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৬সালের এই দিনে মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
  • ১৯৮১ সালের এই দিনে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনী নেতা মাজেদ আবশারারকে ইতালিতে হত্যা করে।
  • ১৯৮১সালের এই দিনে সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞান সাধক ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহের হোসেন মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৭সালের এই দিনে কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৬ সালের এই দিনে সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
  • ২০০৪ সালের এই দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
  • ২০০৬ সালের এই দিনে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বলে অভিযোগ রয়েছে।