অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ১৫ অক্টোবর

0

  • আজ বিশ্ব হাত ধোয়া দিবস।
  • ১৫৪২ ( কারো মতে ) সালের এই দিনে মোগল সম্রাট জালালুদ্দিন আকবর জন্মগ্রহন করেন।
  • ১৫৮২সালের এই দিনে ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্ট্রীয় সাল প্রবর্তিত। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায়।
  • ১৬৭৬ সালের এই দিনে ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।
  • ১৮১৫ সালের এই দিনে সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসনজীবন শুরু হয়।
  • ১৮৪৪সালের এই দিনে জার্মান দার্শনিক, কবি এবং ঊনবিংশ শতকের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ ফ্রেডরিক ভিলহেলম নিটশে জন্মগ্রহণ করেছিলেন।
  • ১৮৯২ সালের এই দিনে সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।
  • ১৮৯৪ সালের এই দিনে ফরাসি গোলান্দাজ বাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড দারিফুসের বিচার রাজধানী প্যারিসে শুরু হয়। গোয়েন্দাবৃত্তির অভিযোগে তাকে যাবজ্জীবনের কারাদন্ড দেয়া হয় এবং ফ্রান্স গিনির অন্তর্ভূক্ত ডেভিসল আইল্যান্ডে তাকে নির্জন কারাবাসে প্রেরণ করে।
  • ১৯০৮ সালের এই দিনে মার্কিন অর্থনীতিবিদ জন কেনেথ গলব্রেইথ জন্মগ্রহণ করেন।
  • ১৯১৭সালের এই দিনে জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যাশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়।
  • ১৯১৮ সালের এই দিনে ভারতীয় ধর্মগুরু যোগী শিরডি সাই বাবা মারা যান।
  • ১৯২০ সালের এই দিনে মার্কিন কথাসাহিত্যিক মারিও পুজো জন্মগ্রহণ করেন।
  • ১৯২৩ সালের এই দিনে ইতালীয় লেখক ইতালো কালভিনো জন্মগ্রহন করেন।
  • ১৯২৬ সালের এই দিনে ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক মিশেল ফুকো জন্মগ্রহন করেন।
  • ১৯৩১ সালের এই দিনে ভারতীয় বিজ্ঞানী ও ১১তম রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৮ সালের এই দিনে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন।
  • ১৯৪৫ সালের এই দিনে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
  • ১৯৪৬ সালের এই দিনে জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়।
  • ১৯৪৬সালের এই দিনে ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদন্ড কার্যকর কয়েক ঘন্টা আগে তিনি আত্মহত্যা করেন।
  • ১৯৬৪সালের এই দিনে চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়।
  • ১৯৬৪সালের এই দিনে রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতারোহন করে।
  • ১৯৬৪সালের এই দিনে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হয়।
  • ১৯৬৯সালের এই দিনে সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হয়।
  • ১৯৮৫ সালের এই দিনে সোভিয়েত প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক সংস্কারনীতি ‘পেরেস্ত্রইকা (পুনর্গঠন)’ ঘোষণা করেন।
  • ১৯৮৬ সালের এই দিনে বিরোধী জোট ও দল কর্তৃক বর্জিত নির্বাচনে লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়। দেশব্যাপী হরতাল পালন করা হয়।
  • ১৯৯৩সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।
  • ১৯৯৫সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
  • ১৯৯৯সালের এই দিনে অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করে।
  • ২০০৮সালের এই দিনে সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোর্চা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হ্যান্ডওয়াশিং সর্বপ্রথম হাত ধোয়া দিবসটি পালন করে।