অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ৭ নভেম্বর

0

  • ১৬৬৫ সালের এই দিনে প্রখ্যাত জার্নাল লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।
  • ১৮২৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি ডকট্রিন ঘোষণা করেন।
  • ১৮৫৮সালের এই দিনে বাগ্মী বিপিন চন্দ্র পাল জন্মগ্রহণ করেন।
  • ১৮৬২ সালের এই দিনে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর [দ্বিতীয়] ব্রিটিশদের হাতে বন্দি অবস্থায় রেঙ্গুনে মৃত্যুবরণ করেন।
  • ১৮৬৭ সালের এই দিনে বিখ্যাত বিজ্ঞানী ম্যাডাম মেরি কুরি পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।
  • ১৯১৩ সালের এই দিনে ফরাসি নোবেল বিজয়ী লেখক আলবার্তো কামো জন্মগ্রহণ করেন।
  • ১৯১৭সালের এই দিনে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২৩সালের এই দিনে সমাজসেবক অশ্বিনী কুমার দত্ত পরলোকগমন করেন।
  • ১৯২৪ সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
  • ১৯৪১সালের এই দিনে পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৫৬ সালের এই দিনে জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
  • ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।
  • ১৯৮৮ সালের এই দিনে আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোকের মৃত্যু।
  • ১৯৮৯ সালের এই দিনে কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।
  • ২০১১ সালের এই দিনে হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার মৃত্যুবরণ করেন।