অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ৮ নভেম্বর

0

  • ১২৩১ সালের এই দিনে ফ্রান্সের রাজা অষ্টম লুইসের মৃত্যু ।
  • ১৩৩৯ সালের এই দিনে জার্মানীর শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়েছিলো।
  • ১৪৯৪ সালের এই দিনে ইতালিতে বিদ্রোহ হয় ।
  • ১৫৭২ সালের এই দিনে প্রুশিয়ার ডিউক জোহান সিগিসমুন্ডের জন্ম ।
  • ১৬৫৮ সালের এই দিনে সুইডেনের নৌবাহিনী পর্তুগীজ বাহিনীকে পরাজিত করে ।
  • ১৬৭৪ সালের এই দিনে ইংরেজি সাহিত্যের অবিস্মরণীয় কবি জন মিল্টনের মৃত্যু।
  • ১৭৩১ সালের এই দিনে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন ।
  • ১৮৬২সালের এই দিনে সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁর জন্ম।
  • ১৮৮১ সালের এই দিনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।
  • ১৮৯৩ সালের এই দিনে মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যানের মৃত্যু।
  • ১৮৯৫ সালের এই দিনে জার্মান পর্দাথবিদ উইলিয়াম কনরাড রঞ্জন এক্স রে আবিষ্কার করেন।
  • ১৯০০সালের এই দিনে খ্যাতিমান মার্কিন মহিলা লেখক মার্গারেট মিচাইল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৯১০ সালের এই দিনে ওয়াশিংটনের নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান ।
  • ১৯২৪ সালের এই দিনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ইগনাজ সেইপেল পদত্যাগ করেন ।
  • ১৯৩৬সালের এই দিনে প্রখ্যাত হিন্দী কথাসাহিত্যিক মুনশি প্রেমচাঁদের মৃত্যু।
  • ১৯৩৯ সালের এই দিনে হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।
  • ১৯৫৩ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৩৩] রুশ কথাসাহিত্যিক ইভান বুনিনের মৃত্যু।
  • ১৯৫৪ সালের এই দিনে সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর মৃত্যু।
  • ১৯৫৪সালের এই দিনে হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।
  • ১৯৬৪ সালের এই দিনে রাজকীয় আইএমএফ ব্রিটেনকে এক বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করে ।
  • ১৯৭২ সালের এই দিনে আরব গেরিলারা ইজরাইলি খেলোয়াড়দের অপহরণ ও হত্যা করলে মিউনিখের অলিম্পিক পল্লী রক্তরঞ্জিত হয়।
  • ১৯৯১সালের এই দিনে স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
  • ১৯৯৮ সালের এই দিনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।