অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবারও এসএসসি সেরা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

0
এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম স্থান অধিকারী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাস।

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে নগরীর স্কুলগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। টানা সপ্তম বারের মতো সেরা হয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

এ নিয়ে গত ১৯ বছরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে ১৭ বার শীর্ষস্থান দখলের গৌরব অর্জন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ৪৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৪১১ জন শিক্ষার্থী।

দ্বিতীয় স্থানে আছে সরকারি মুসলিম হাই স্কুল। এখানে ৩৯২ পরীক্ষার্থী ছিল। পাসের হার শতভাগ। তৃতীয় স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এখানে ৪৬১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২৪ জন।

চতুর্থ স্থানে আছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে ৩২৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২৪ জন। পঞ্চম স্থানে আছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া)। এখানে পরীক্ষার্থী ছিল ৪৬৯ জন। এরমধ্যে পাস করেছে ৪৬৫জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, গতবারের তুলনায় এবার বেড়েছে শতভাগ পাসের হারের শিক্ষাপ্রতিষ্ঠান। গতবার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের হার ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যা এবার ৩০টি দাঁড়িয়েছে। অন্যদিকে গত বারের মতো এবারও পাসের হানে শূন্য কোন বিদ্যালয় নেই বলে জানিয়েছেন তিনি।