অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাপড়ের রং দিয়ে জিলাপি তৈরী,২০ হাজার টাকা জরিমানা

2
.

চট্টগ্রামের হাটহাজারীতে কাপড়ের ক্ষতিকর রং দিয়ে ইফতারির জন্য জিলাপি,চপ ও বেগুনি এ বানানোর সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে পজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এসময় উক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শুক্রবার (১০ মে) সকালে উপজেলার কাটিরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন বলেন, মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আজ অভিযানে কাটিরহাট বাজারে জিলাপি, বেগুনি ও চপে ক্ষতিকর রং মেশানোর সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা, কলার হালি ৫০ টাকা বিক্রি করায় কলা ব্যবসায়ীকে ২ হাজার টাকা, নকল বাঘা বাড়ির ঘি বিক্রয় এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির করার অপরাধে  অন্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও  ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

২ মন্তব্য
  1. আরিয়ান বাদশা বলেছেন

    এদের নিয়ে যে কি করা যায়

  2. আরিফ হোসেন বলেছেন

    এরকম তদারকির মধ্যে থাকতে হবে।