অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নোংরা পরিবেশে খাদ্য তৈরিঃ ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা

0
.

চট্টগ্রামে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১২ মে) দুপুরে নগরীর বাকলিয়া খানার রাহাত্তারপুল এলাকায় অবস্থিত ফুলকলির কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণের অভিযোগে প্রকিষ্ঠানটিকে জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান। তিনি সাংবাদিকদের জানান, উক্ত কারখানায় অত্যান্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি হচ্ছিল। এসব পণ্যের কাঁচামালের ওপর মরা মাছি ও পোকা দেখতে পাই আমরা। পরে ফুলকলি কর্তৃপক্ষকে ৭ লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।

.

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, ফুলকলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করা হয়- এমন অভিযোগ পেয়ে রাহাত্তারপুল এলাকার কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।