অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ইফতার মাহফিল সম্পন্ন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সংগঠন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ১৫ মে বুধবার চট্টগ্রাম ক্লাবে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি প্রফেসর আবুল মুনসুর ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও ইন্দোনেশিয়ার অনারারী কনসাল সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

.

সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ফসিউল আলম, টুরিস্ট পুলিশের ডিআইজি মো. মুসলিম, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন কাজী শাহাবউদ্দিন আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম, বিশিষ্ট রাজনীতিবিদ নূরুল মোস্তফা কামাল চৌধুরী, দিদারুল কবির দিদার, দিদরুল ইসলাম মাহমুদ চৌধুরী, সীতাকুন্ড সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সমিতির সাবেক সভাপতি ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল প্রধান মোহাম্মদ আজম, বিজিএমইএ’র পরিচালক রোটারিয়ান ইনামুল আজিজ চৌধুরী লিটন, রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত পিপি এডভোকেট ভবতোষ নাথ, বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, সীতাকুন্ড পৌর কাউন্সিলর শফিউল আলম মুরাদ, সিনিয়র আনজীবি এড. আবুল হাসান মোহাম্মদ শাহাবউদ্দিন, রোজ গার্ডেন একাডেমির প্রতিষ্ঠাতা খোরশেদ আলম, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি স ম ফোরকান আবু, সামিতির সদস্য, সীতাকুন্ডের বিশিস্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতৃবন্দসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম যাকাত ফান্ডে ১১লক্ষ টাকা দেবার ঘোষণা দেন সূফি মোহাম্মদ মিজানুর রহমান। ইফতার পূর্বে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।