অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভূমধ্যসাগরে নৌকাডুবি: দেশে ফিরেছেন ১৫ বাংলাদেশি

0
.

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার (২১ মে) ভোর সাড়ে ৬টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গত ১০ মে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবিতে অন্তত ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। নিহতের অনেকেই বাংলাদেশি। তাদের মধ্যে ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনেকের খোঁজ মিলছে না এখনো।

নৌকাডুবির ওই ঘটনায় ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরলো।