অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বালিশকাণ্ডে নজর রাখছি, প্রমাণ পেলে ব্যবস্থা: দুদক

6
.

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কেনাকাটায় দুর্নীতি নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে সে সম্পর্কে দুদক নজর রাখছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয় তদন্ত করছে। সেই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুদক ব্যবস্থা নেবে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘উই আর ওয়েটিং ফর দ্য রিপোর্ট। যেহেতু মিনিস্ট্রি কাজ করছে, আমরা তাদের রিপোর্ট পাওয়ার পরে, আমরা রিপোর্ট চাইব, আমরা রিপোর্ট দেখব, তারপর যদি দেখি ইনগ্রেডিয়েন্ট আছে সেখানে ডেফিনিটলি আমরা সেখানে আইনি পদক্ষেপ নেব।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদন দুদকের নজরে এসেছে। দুদক তার নিজস্ব পদ্ধতিতে এগোবে। কথা হলো দুর্নীতি হয়েছে বা হয়নি। গণমাধ্যমের যে তথ্য, সেখানে আমি দেখেছি। বালিশ, কেটলি এসব বিষয়। দেখেন- দুর্নীতি দমন কমিশনের কিছু প্রসিডিউর আছে। একটা রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো জাম্প দিতে পারি না। সেটা দেখতে হয়, বুঝতে হয়, চারদিক দেখতে হয়।’

৬ মন্তব্য
  1. Masud Rana বলেছেন

    শুদু বালিশ না

  2. Azizul Hoque বলেছেন

    এখনো প্রমাণ পাননি!!! শুধু খালেদা জিয়া আর বিএনপির গুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায়। কয়লা, স্বর্ণ এবং ব্যাংকের টাকার কি হবে???

  3. রফিকুল আলম বলেছেন

    প্রকাশ হওয়ার পর নজরদারি

  4. Alim Uddin বলেছেন

    প্রমান জীবনেও পাবেন না৷ দেখার জন্য চোখ লাগে বুঝার জন্য মাথা লাগে, দুইটার ই তো অভাব৷

  5. Ismail Hossain বলেছেন

    নম্বর ওয়ান বাটপার তাদের পা চাটা চারকর তাঁরা পুরা দেশের সম্পদ লোটপাট করছে কোন খবর নাই সাধারন মানুষের উপরে জুলুম অত্যাচার করছে তাদের বিচার আল্লাহর আদালতে হবে ইনশাআল্লাহ