অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আত্মহত্যা প্ররোচনার দায়ে যুবদল নেতাসহ ৫ জনের ১৩ বছরের কারাদণ্ড

0
.

রংপুরে কলেজ ছাত্রী তন্দ্রা আত্মহত্যা প্ররোচনা মামলায় যুবদলের চার নেতাকর্মীসহ ৫ আসামিকে ১৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২১) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের পহেলা জুলাই সন্ধ্যায় রাস্তা থেকে এইচএসসি পরীক্ষার্থী রুমানা আফরোজ তন্দ্রাকে স্থানীয় যুবদল নেতা মানিক তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তন্দ্রা প্রতিবাদ করলে মানিক ও তার সহযোগীরা তাকে বেধড়ক পেটায়। অপমান সইতে না পরে বাড়ি ফিরে তন্দ্রা আত্মহত্যা করে।

এ ঘটনায় নিহতের মা কথা সাহিত্যিক মাসুদা চৌধুরী বেশ কয়েকজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ ৫ আসামিকে ১৩ বছর করে কারাদণ্ড দেন।