অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঈদে সন্তানদের বাড়তি আব্দার মিটাতে ব্যর্থ পিতার আত্মহত্যা!

7
.

টানাপোড়া সংসারে সন্তানদের ঈদের বাড়তি আব্দার মিটাতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সেলিম হোসেন (৪৫) নামে এক দরিদ্র কৃষক।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামে মঙ্গলবার (২১ মে) দুপুরে নিজ ঘরের ফাঁস নিয়ে এই অভাবী কৃষক আত্নহত্যা করেন বলে দাবি করছে পরিবার।

 তিনি ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে আসন্ন ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি ‘আত্নহত্যা’ করেন।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৭ মন্তব্য
  1. রফিকুল আলম বলেছেন

    সোনার বাংলায় তো অভাব নেই
    উন্নয়নের মডেল

  2. Ismail Hossain বলেছেন

    বেদনাদায়ক ঘটনা ইতিহাস থেকে শিক্ষা নিয়ার দরকার ইয়া আল্লাহ আমাদের দেশের মানুষকে কাজের ব্যাবসথা করেদিন আত্মাহত্যা না তৌফিক দিন মাথা ঠান্ডা করে কাজ করার তৌফিক দিন আমিন

  3. Nurul Islam বলেছেন

    আমরা উন্নত দেশে পরিনত হয়েছি।

  4. Monir Ahmed বলেছেন

    আল্লাহ, এই ব্যর্থ বাবাকে তুমি ক্ষমা করো।

  5. মি বিশ্বাস বলেছেন

    ☞১ কেজি ধান = ১টা সিগারেট,
    ☞৪০ কেজি ধান = ১ কেজি গোস্ত,
    ☞৮০ কেজি ধান = ১ কেজি ইলিশ,
    ☞৪০০ কেজি ধান = ১ টি বালিশ!!!

  6. Mostafa Hayder বলেছেন

    উন্নয়ন এর মডেল!

  7. Altaf Hossain বলেছেন

    আমার দেশ এখনতো সিংগাপুর হয়ে গেছে(!), তবে কেন অভাবের তাড়নায় এই আত্বহত্যা। মেনে নেওয়া যাচ্ছে না।