অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকার দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইন করবে

0
1466777976
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে (যুদ্ধাপরাধীদের) দণ্ড কার্যকর হওয়াদের সম্পদ ‘বাজেয়াপ্তে’ আইন করার উদ্যোগ নিয়েছে সরকার।

সচিবালয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে জনগণের দাবি উঠেছে। সম্পত্তির বিষয়ে আমরা আইনী প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেব।’

মন্ত্রী বলেন, ‘যাদের ফাঁসি দেওয়া হল, তাদের সম্পত্তি.. তারা তো মৃত, যেহেতু তারা মুসলিম ল’র আওতাধীন। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি তাদের ওয়ারিশগণের কাছে চলে গেছে। সেক্ষেত্রে আমার মনে হয় না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ সংশোধন করলেই তাদের সম্পত্তি আমরা আনতে পারবো-এটা আমার ধারণা। সেক্ষেত্রে নতুন আইন করতেই হবে।’