অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বেগমগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

0
.

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে বিসিক শিল্প এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরিসহ নানা অনিয়মের অভিয়োগে পাঁচটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিসিক এলাকায় এ অভিযান চলে।

জরিমানা আদায়কৃত কারখানাগুলো হলো ইউনি ফুড এক লাখ ২০ হাজার টাকা, মিল্লাত ফুড ৫০ হাজার, মহল ফুড ৪০ হাজার, ব্রাদার্স ফ্লাওয়ার মিল ৪৫ হাজার এবং পদ্মা ফুড ফ্লাওয়ার মিল ৩৫ হাজার টাকা।

.

অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র‌্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের পুলিশ সুপার নরেশ চাকমাসহ বিপুল সংখ্যক র‌্যাব।

এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান জাগো নিউজ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাবার সামগ্রী তৈরি,প্যাকেটে উৎপাদন তালিক ও মুল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি কারখানার মালিকের জরিমান করা হয়। তিনি আরো জানান এ অভিযান অবাহত থাকবে।