অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গুজরাটে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৯ শিক্ষার্থীর মৃত্যু

0
.

ভারতের গুজরাটে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি’র খবরে বলা হয়, প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের ভবন থেকে লাফিয়ে পড়ে এসব শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সুরাতের সার্থনা এলাকার তক্ষশীলা বিল্ডিংয়ের তৃতীয় ও চতুর্থ তলায় এ কোচিং সেন্টারটি চলত বলে এক আধিকারিক জানিয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এবং দুটি হাইড্রোলিক পাম্প পাঠানো হয়েছে বলে জানিয়েছে এক আধিকারিক।

.

এদিকে এ ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী এনডিএ জোট নেতা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটে মোদি বলেন, ‘সুরাতের অগ্নিকাণ্ডে খুবই মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুক। গুজরাট সরকার এবং স্থানীয় প্রশাসনকে বলব ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করতে।’