অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ পবিত্র জুমাতুল বিদা

5
.

আজ শুক্রবার (৩১ মে) পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ জুমা বলে শুক্রবার সারা দেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে। দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে পালন করেন মুসলমানরা। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে শেষ জুমা বারকে পালন করা হয় বিশেষ ইবাদতের মাধ্যমে। প্রত্যেক বছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হবে।

রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

৫ মন্তব্য
  1. সহিদুল ইসলাম বলেছেন

    আমিন

  2. Jahangir Alam বলেছেন

    Amin

  3. Shathi Parvin বলেছেন

    আমিন

  4. AponKhan Apon বলেছেন

    amin

  5. Monsur Uddin বলেছেন

    আমিন