অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৫০ বছর পর চন্দ্রপৃষ্ঠে নামবে নাসার যান

0
.

চন্দ্রপৃষ্ঠে প্রথম মানুষ পাঠিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। ১৯৬৯ সালের জুলাইয়ের সেই ঐতিহাসিক অভিযানের পর ১৯৭২ সালে সর্বশেষ চন্দ্রপৃষ্ঠে যন্ত্র পাঠিয়েছিল সংস্থাটি।

এরপর কেটে গেছে বহুকাল। এর মাঝে চাঁদের বুকে অভিযান চালিয়েছে রাশিয়া, জাপান, ইউরোপীয় স্পেস এজেন্সি। সম্প্রতি চীন চন্দ্রপৃষ্ঠে যান পাঠিয়ে হইচই ফেলে দিয়েছে। এরপর চন্দ্রপৃষ্ঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ যান পাঠাতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্রও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেছেন। মূলত এ লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি সংস্থাগুলো। শুক্রবার নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ ও ২০২১ সালে চন্দ্রপৃষ্ঠে যন্ত্রপাতি পাঠানোর পরিকল্পনা করেছে তারা। ২০২৪ সালে মানুষবাহী যান পাঠাতেই এ উদ্যোগ। যন্ত্রপাতি নির্মাণ ও পাঠাতে অ্যাস্ট্রোবোটিক, ইনটিউটিভ মেশিনস ও অরবিট বেয়ন্ড নামে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। এএফপি।