অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোবাইল চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুম, মৃত্যু যুবকের!

2
.

মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠা হল না তাঁর। বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক।

চার্জার থেকে বিদ্যুত সংযোগ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গত সোমবার থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় একটি কারখানার কর্মচারী। সোমবার রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে বিছানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কানে হেডফোন লাগানো ও মোবাইল ফোনটি চার্জে লাগানো অবস্থায় পাওয়া যায়।

সকালের দিকে পরিবারের সদস্যরা ওই যুবকের কক্ষে প্রবেশ করে বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের স্বজনরা কক্ষে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা আগেই ওই যুবক মারা গেছেন।

মাত্র কয়েকমাস আগেই থাইল্যান্ডে একটি কারখানার শ্রমিকের প্রাণহানি ঘটে প্রায় একইভাবে। ওই শ্রমিক রাতে মোবাইল ফোন চার্জে রেখে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কানে হেডফোন রেখে ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সূত্র: ডেইলি মেইল

২ মন্তব্য
  1. Ni Pa বলেছেন

    😵😵

  2. Ananya Anu বলেছেন

    আমিওতো এমন করি,তাইলে আমিও কি মইরা জামু😲😲