অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রেমের টানে চীনা তরুণী নেত্রকোণায়

9
.

‘ভালোবাসার টানে মানুষ যেখানে সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে পারে; আর চীন দেশ থেকে কলমাকান্দায়ও আসতে পারে না’ এমনটাই বলছিলেন বিয়ের দাওয়াতে আসা অতিথিরা।

রবিবার নেত্রকোণা জেলার কলমাকান্দার গুতুরা বাজারে এক বিবাহোত্তর বৌভাত এর আয়োজন করা হয় স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে।

সম্প্রতি ছেলে জসিমউদ্দিনের সাথে চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার বিয়ে হয় দুবাইতে।

ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান। ফাইজা আগে খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

চাকরি সূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। মঝে তিনবছর চাকরি প্রয়োজনে দুজন দুই দেশে চলে যান। এক পর্যায়ে আবারও দুজন দুবাইয়ে দেখা করে গাটছাড়া বাঁধেন।

শ্বশুর আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম আজাদ বলেন, আমি খুশী আমার পুত্রবধূ চীনা বংশদ্ভুত হওয়ায়। -ইউএনবি

৯ মন্তব্য
  1. Asadur Rahman Tipu বলেছেন

    ভাই এইডস হওয়ার সম্ভবনা আছে

  2. Runa Runa বলেছেন

    Bangladesh e ki meye nai

  3. Riad Hossain বলেছেন

    আল্লাহ কবুল করুন।

  4. Belal Proyash বলেছেন

    বিশ্বে প্রেম নিবেদনে সবচেয়ে সফল দেশ হিসেবে বাংলাদেশ গিনেস বুকে নাম উঠাবে কবে?

  5. Emon Ismail বলেছেন

    পার্বত্য জেলায় এই চেহার মেয়ে ত অনেক প্রেম দেশের ভিতর করে পাহাড়ী এলাকা তেকে নিয়ে আসলেই ত চলত,সুদুঢ় চিন তেকে??

    1. মোঃ সাজ্জাদ হোসেন বলেছেন

      এই সব পাহাড়ী মেয়েদের বাঙালী সাথে কথা বলা একদম নিষেধ

    2. Emon Ismail বলেছেন

      তাহলে আমার স্বাধীন বাংলায় তাকার কি দরকার তাদের…

  6. MD Sajid বলেছেন

    বেষ্ট অপ লাক

  7. সুরাইয়া খানম বৃষ্টি বলেছেন

    Enarai aids antese bangladeshe😝😝😝