অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নতুন ঘূর্ণিঝড়ের দামামা, ৪৮ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ভারতে

2
.

ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটিয়ে না উঠতে সমুদ্রে নতুন ঘূর্ণিঝড়ের দামামা শুরু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এটি লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ২৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এটি।

এজন্য দেশটির আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বায়ু। ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এটি।

২ মন্তব্য
  1. Moh Ismail Emon বলেছেন

    আল্লাহ সেই খানে বিজেপি জুলুমবাজদের খতম করে দাও

  2. Md Masud বলেছেন

    যালিমদের উপরে খোদার গজোব পরতেছে তার পরেও শিক্ষা নিচ্চেনা