অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তাবলীগ জামাত নিয়ে বিরোধঃ অগ্নিদগ্ধ আবদুর রহিমের মৃত্যু

0
.

কিশোরগঞ্জে তাবলীগ জামাত নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে দগ্ধ হাফেজ আবদুর রহিম মারা গেছেন। সোমবার (১০ জুন) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, শরীরে আগুন লাগানোর ঘটনায় হাবিবুর রহমান ও কাউসার আহমেদ নামে আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেফতার হলো।

তাবলীগ জামাত বিভিন্ন বিষয়ে ১৯ মে সাদপন্থি হাফেজ আবদুর রহিম রাজনের সঙ্গে জুবায়েরপন্থী কয়েকজনের তর্ক হয়। এর জেরে রাতে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে শরীরের ৫০ ভাগ পুড়ে যাওয়ায় আবদুর রহিমকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন তার মামা।